WestBengalBangla

Dec 09 2023, 17:35

*BCCI surpassed other boards in terms of record Laxmi profit, income*

Sports News

SBNB : BCCI has already got the title of the world's richest cricket board. At present, the Indian board has overtaken the rest of the boards in terms of Lakshmi profit. BCCI's income during the World Cup year has skyrocketed. Currently BCCI's total income is 2.25 billion USD, 18760 crores in Indian currency. Which is much higher than the total income of other boards.

Pic Courtesy by: X

WestBengalBangla

Dec 09 2023, 17:33

*Sourav in WPL auction for the first time, can Maharaj change Delhi's fortunes?*

Sports News

SBNB : As soon as the World Cup is over, the attention of cricket lovers has turned towards the mega event of cricket i.e. Premier League. If all goes well, IPL 2024 will start early in the new year. Before that there is WPL. Today, December 9, the auction of WPL is going to be held in Mumbai. This time Sourav Ganguly will be seen in the auction house for the first time for Delhi. Saurabh is excited to participate in the auction for the first time.A video was shared by Delhi Capitals in the morning. So that Maharaj was seen expressing his enthusiasm about the auction of WPL.

Pic Courtesy by: X

WestBengalBangla

Dec 09 2023, 17:32

*With the 'precedent' of today's double win against Punjab, the focus is on East Bengal*

Sports News

KKNB : East Bengal have another opportunity to set a precedent. In the Indian Super League, club statistics show that East Bengal have never won two consecutive matches. In this season, East Bengal lost or drew in several matches. Despite leading 4-0 in the last match, there was a lack of confidence in the camp, admitted the coach. This is because, if there is a mistake at the last moment. Coach Carlos joined in the celebration as he went ahead 5-0.If they beat Punjab FC today, East Bengal will taste a two-match winning streak.

Pic : Sanjay Hazra (khabar kolkata).

WestBengalBangla

Dec 09 2023, 17:29

নদীয়ার কৃষ্ণনগরে সংসদ মহুয়া মৈত্রের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল জেলা বিজেপির

নদীয়া:নদীয়ার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবিতে আজ কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ সমাবেশ করল জেলা বিজেপি। এই বিক্ষোভ সমাবেশে বিজেপির উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ একাধিক নেতৃত্বকে এই বিক্ষোভ মিছিলে পা মিলাতে দেখা যায়।

লোকসভার তথ্য পাচার করেছে মহুয়া মৈত্র তাকে শুধু বহিষ্কার নয় তাকে গ্রেফতার করতে হবে। এই দাবিতেই সরব হয় বিজেপি।

WestBengalBangla

Dec 09 2023, 17:28

কল্যাণী এইমসে চিকিৎসক বিষয়ে কর্মশালা, চলবে দুদিন

নদীয়া:ভারত বর্ষের বাইরে থেকে বিভিন্ন চিকিৎসকরা অংশ গ্রহণ করেন এই মিলন উৎসবে,গাইনো বিষয়ে আলোকপাত করেন বিশিষ্ট চিকিৎসক গন।

গত ৮ই ডিসেম্বর থেকে শুরু হয় এই বিশেষ কর্মশালা।

১০ই ডিসেম্বর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।কল্যানী এইমসের গাইনো চিকিৎসারা রিচার্স করে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন এই কর্মশালায়।চিকিৎসা পদ্ধতি আরোও উন্নত করে সাধারণ মানুষ কে পরিষেবা ও সঠিক পরামর্শ দেওয়া তার উপর বিশদ আলোচনা করেন চিকিৎসকরা।এদিন কল্যাণী এইমসের ডাইরেক্টর প্রফেসর ড রামজি সিং সহ একাধিক চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

WestBengalBangla

Dec 09 2023, 16:53

রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের ১২৫ বছর পূর্তি উপলক্ষে নদীয়ার নবদ্বীপে শুরু হলো দুই দিন ব্যাপি অন্তধর্মীয় সম্মেলন

নদীয়া: রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের ১২৫ বছর পূর্তি উপলক্ষে দেশ জুরে শুরু হয়েছে অন্তধর্মীয় সম্মেলন।সারা ভারতে মাত্র ৬টি অন্তধর্মীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পরিচালনায় পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম নবদ্বীপেও এই অন্তধর্মীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। যার সূচনা হলো শনিবার, নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পরিচালনায় স্থানীয় রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে দুদিনের এই সম্মেলন শুরু হল ০৯.১২.২০২৩, শনিবার। মহাপ্রভু ও দিব্যত্রয়ীকে পুষ্পাঞ্জলি, বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সম্মেলনের শুভসূচনা হয়।উপস্থিত ছিলেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও পৌরপতি বিমানকৃষ্ণ সাহা।

ছিলেন বেলুড় মঠের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ, বৃন্দাবনের রাধারমন মন্দিরের আচার্য্য ও ভগবত পন্ডিত শ্রীবৎস গোস্বামী সহ বহু গুণী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

সারা ভারতের ৩টি রাজ্য এবং ১৬টি জেলা থেকে প্রায় ৯০০ অধ্যাত্মপিপাসু প্রতিনিধি ও অতিথি হাজির হয়েছিলেন এই ঐতিহাসিক মহাসম্মেলনে।

উদ্বোধনী ভাষণ দিলেন বেলুড় মঠের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। বক্তব্য রাখলেন বৃন্দাবনের রাধারমন মন্দিরের আচার্য্য ও ভগবত পন্ডিত শ্রীবৎস গোস্বামী। সভাপতির আসন অলংকৃত করেন গোলপার্কের সম্পাদক এবং সুবক্তা স্বামী সুপর্ণানন্দ।

নবদ্বীপ শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ বলেন দুই দিন ব্যাপি এই অনুষ্ঠানের শনিবার সূচনা হলো এবং আগামীকাল রবিবার (১০.১২.২০২৩,) বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম, শৈব ধর্ম এবং অচিন্ত্য ভেদাভেদ বাদের উপর আলোচনা করবেন প্রাক্তন অধ্যাপক ব্রজকিশোর সাঁই, পুরী, স্বামী তত্ত্বসারানন্দ, ব্রক্ষচারী প্রশিক্ষণ কেন্দ্র, অধ্যাপক পলাশ ঘোড়ই, মেদিনীপুর, স্বামী তত্ত্ববিদানন্দ, সহ-সাধারণ সম্পাদক, বেলুড় মঠ।

দ্বিতীয় দিনের বিদায়ী ভাষণ প্রদান করবেন বেলুড় মঠের সহ-সঙ্ঘাধ্যক্ষ পূজনীয় স্বামী ভজনানন্দজী। সমগ্র অনুষ্ঠানটি নদীয়া তথা পশ্চিমবঙ্গের ভাব আন্দোলনে বিশেষ উল্লেখযোগ্য সংযোগ বলে দাবী করলেন স্বামী অমরেশ্বরানন্দ।রামকৃষ্ণ মিশনের উদ্যোগে নবদ্বীপে এহেন অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় খুশি সকলেই।

WestBengalBangla

Dec 09 2023, 16:13

কাকদ্বীপে রেশন দুর্নীতি, চঞ্চল্য এলাকায়

এসবি নিউজ ব্যুরো: ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায়। দিনের পর দিন রেশনের ব্যাপক দুর্নীতি করে ফুলে ফেঁপে উঠেছিল তার ব্যবসা। খাদ্য দপ্তরের পক্ষ থেকে গোডাউনে হানা দেওয়ার পর থেকে দুর্নীতির অভিযোগ সামনে চলে আসে।রেশনের ১৫ কুইন্ট্যাল চাল পাচারের অভিযোগ উঠল কাকদ্বীপের এক রেশন ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে।

জেলাশাসকের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে জেলা খাদ্য দপ্তর। জেলাশাসকের নির্দেশে ইতিমধ্যেই অভিযুক্ত রেশন ডিস্ট্রিবিউটরকে শো-কজ করা হয়েছে। অভিযুক্ত ওই রেশন ডিস্ট্রিবিউটারে নাম অমিত কুমার ভগত। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত।খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখ কাকদ্বীপে রেশন দোকানগুলি পরিদর্শনে আসেন খাদ্য দফতরের আধিকারিকেরা।

অভিযোগ, কয়েকজন ডিলারের থেকে তাঁরা জানতে পারেন, এলাকার ডিস্ট্রিবিউটর অর্ধেকের বেশি দোকানে রেশন সামগ্রী সময় মতো পৌঁছে দেন না। ফলে সঠিক সময়ে গ্রাহকেরা রেশন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

WestBengalBangla

Dec 09 2023, 16:12

মডেল ইংলিশ স্কুলের শিলান্যাস বিধায়কের

এসবি নিউজ ব্যুরো: একটি মডেল ইংলিশ স্কুলের শিলান্যাস করলেন বিধায়ক হামিদুল রহমান। আজ শনিবার চোপড়ার হাপ্তিয়া গাছি অঞ্চলের ভাইস পিটা এম, এস, কে স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন,"কেন্দ্রের বিজেপি সরকার চায় বাংলায় উন্নয়নের কাজ থমকে যাক। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রের নানা বঞ্চনা সত্বেও উন্নয়নের কাজ বন্ধ রাখেননি।

আগামীতে আরও বেশ কয়েকটি রাস্তার কাজের শিলান্যাস করা হবে বলে বিধায়ক জানান।"অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চোপড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ফজলুল হক, জেলা পরিষদ সদস্য মনিকা সিংহ,পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক, ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ সিংহ, তাহের আহমেদ, আসমত আরা বেগম,গ্রাম পঞ্চায়েত সদস্যা হাসান আলী, প্রমূখ।

WestBengalBangla

Dec 09 2023, 16:11

মডেল ইংলিশ স্কুলের শিলান্যাস বিধায়কের

এসবি নিউজ ব্যুরো: একটি মডেল ইংলিশ স্কুলের শিলান্যাস করলেন বিধায়ক হামিদুল রহমান। আজ শনিবার চোপড়ার হাপ্তিয়া গাছি অঞ্চলের ভাইস পিটা এম, এস, কে স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন,"কেন্দ্রের বিজেপি সরকার চায় বাংলায় উন্নয়নের কাজ থমকে যাক। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রের নানা বঞ্চনা সত্বেও উন্নয়নের কাজ বন্ধ রাখেননি।

আগামীতে আরও বেশ কয়েকটি রাস্তার কাজের শিলান্যাস করা হবে বলে বিধায়ক জানান।"অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চোপড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ফজলুল হক, জেলা পরিষদ সদস্য মনিকা সিংহ,পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক, ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ সিংহ, তাহের আহমেদ, আসমত আরা বেগম,গ্রাম পঞ্চায়েত সদস্যা হাসান আলী, প্রমূখ।

WestBengalBangla

Dec 09 2023, 16:10

এমাসেই বকেয়ার দাবিতে দিল্লির যাবেন মমতা

ফের একবার দিল্লির পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ১০০ দিনের বকেয়ার দাবিতে দিল্লির পথে মমতা। বাংলার প্রাপ্য বুঝে নিতে এবার দিল্লিতে যাচ্ছেন মমতা। আজ বাগডোগরায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে। ১৭ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে।‘

মমতা জানান, তাঁর দিল্লি সফরকালে মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী সময় দিলে রাজ্যের বকেয়া আদায়ের দাবি নিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত্‍ করবেন তিনি। পাশাপাশি, তাঁর সফরকালে ইন্ডিয়া জোটের বৈঠকের সম্ভাবনা উসকে তিনি আরও জানান, সেইসময় দিল্লিতে একটি বৈঠকও রয়েছে।